

করোনাভাইরাস এমন একটি সংকট যা গোটা বিশ্বকে একসাথে ঘিরে ফেলেছে। যুগে যুগে মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক আজাব দিয়েছেন। কিন্তু আমার কাছে এটাকে সবচেয়ে বড় আজাব মনে হচ্ছে। কারণ পূর্বের সব আজবই এসেছে অঞ্চল কিংবা গোত্রকেন্দ্রিক। মানুষ বাঁচার জন্য চাইলে অন্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে পারতো, কিন্তু এখন তাও সম্ভব হচ্ছে না।
মানুষের ওপর অত্যাচার বেড়ে গেছে, সমাজে বেড়ে গেছে জুলুম নির্যাতন। ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা সবকিছু আমরা ভুলে গিয়েছি । দুর্নীতি-লুটপাটে তছনছ হয়ে যাচ্ছে আমাদের সমাজব্যবস্থা। আর এসব এর ফলাফল স্বরুপ আল্লাহর পক্ষ থেকে করোনাভাইরাস নামক এই আজাব এসে আছড়ে পড়ছে আমাদের ওপর। কিন্তু আমরা আল্লাহর দরবারে মাথা নত করছি না, সতর্ক না হয়ে উল্টো বলতে থাকি, আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী! হাস্যকর! এসব মন্তব্য থেকে বিরত থেকে এখনই সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পন করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার এসব কথা বলেন।
সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, দাম্ভিকতা, অহংকার দিয়ে এই আজাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এই ক্রান্তিকাল অতিক্রমের একমাত্র পথ আল্লাহর কাছে নিজেদেরকে সম্পূর্ণ আত্মসমর্পন করা। আমরা যদি আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে হয়তো এই আজাব থেকে আমাদের মুক্তি মিলবে। তাই আসুন, যে যার অবস্থান থেকে আরো বেশি বিনয়ী হয়। মানুষের ওপর অত্যাচার বন্ধ করি, লুটপাট বন্ধ করি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অব্যবস্থাপনা গড়ে উঠেছে তা থেকে সমাজকে কলঙ্ক মুক্ত করি।
তিনি বলেন, ২০০৮ সাল থেকে প্রায় ১২ বছর এই সরকার ক্ষমতায়। এই দূর্যোগকালীন পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যখাতের অবস্থা কি? সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা? বিএসএমএমইউ’র মতো একটা স্পেশালাইজড হাসপাতাল সেখানে এখন পর্যন্ত কোভিডের চিকিৎসা চালু করা যায়নি, সেখানে আইসিইউ স্থাপন করা হয়নি। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন যাবৎ কোডিড-১৯ পরীক্ষার কিট তারা উদ্ভাবন করেছে। সেই কিটের অনুমোদন দিচ্ছে না সরকার, কি কারণে দিচ্ছে না সেটারও কোন ব্যাখাও নেই। অনুমোদন দিতে কেন এতো সময় লাগছে?
এনএইচ/পাবলিক ভয়েস