ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকারের শোক প্রকাশ

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মারা গেছেন।

পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদের বর্ণাঢ্য জীবন

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে নিয়ে জাতীয় সংসদের স্পিকার সহ একাধিক রাজনৈতিক নেতারা।

রাষ্ট্রপতির শোক প্রকাশ :

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি শেখ মো. আবদুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ :

অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দিবাগত রাতে শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় সংসদ থেকে শোক প্রকাশ :

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন আমি মরহুম শেখ মো. আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার মত একজন ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

একই সাথে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

ধর্ম প্রতিমন্ত্রীর কিছু সংবাদ : 

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ কওমী মাদরাসার ছাত্র ছিলেন

আলেম সমাজের কল্যাণে নিজেকে উজাড় করে দেব: নতুন ধর্ম প্রতিমন্ত্রী

পালনপুরী রহ. এর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

মন্তব্য করুন