

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আজ শনিবার নতুন করে দেশে ২ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর পরই বাংলাদেশ সংক্রমণের দিক থেকে চীনকে টপকে যায়।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত বছরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৮৪ হাজার ২২৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আর শনিবারের সংক্রমিতদের নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সংস্থাটি অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩ শতাংশ।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।
এমএম/পাবলিকভয়েস