করোনার ঝুঁকি এড়াতে কেবিনে নেয়া হচ্ছে না আল্লামা শফীকে

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখনও আইসিইউ চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, আল্লামা আহমদ শফীর অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তিনি সবার সঙ্গে কথাও বলছেন।  তিনি  আইসিইউতেই আছেন, তবে করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেয়া হচ্ছে না।

জানা যায় তিনি যে হাসপাতালে আছে শেখানে করোনা রোগীরও চিকিৎসা দেয়া হচ্ছে। অনেক করোনা রোগী সেখানে ভর্তি। তাই ১০৩ বছর বয়স্ক আল্লামা আহমদ শফির অবস্থার উন্নতি হলেও তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমীরকে গত ১ বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। এরপর সোমবার দুপুরে হেফাজত আমিরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী ৮ ধরনের রোগে ভুগছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে।

আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।

গত ২৬ এপ্রিল ঢাকার আজগর আলী হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফিরে যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আরও পড়ুন,

আল্লামা আহমদ শফীর সুস্থতা কামনা করে খেলাফত আন্দোলনের দোয়া

আল্লামা আহমদ শফী অসুস্থ, চমেকে ভর্তি : দেশবাসীর দোয়া কামনা

আল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য সকলেই দোয়া করুন : পীর সাহেব চরমোনাই

আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন