
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়ার করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে নুরিয়া মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সালাহউদ্দিন জয়নাল, মাওলানা রুহুল আমীন, মাওলানা ইসমাঈল, মাওলানা তাসলীম হাসান ও মাস্টার মোঃ শরীফ প্রমুখ।
সভায় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আল্লামা আহমাদ শফীর অস্তিত্ব আমাদের জন্য আল্লাহ তা‘আলার বড় নেয়ামত।
দেশের ক্রান্তিকালে তার বলিষ্ট নেতৃত্ব মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস। আমরা তাঁর সুস্থতা ও নেক হায়াত কামনা করি।
/এসএস

