একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত ৩১৭১

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

মহামারী করোনাভাইরাসে আজ মঙ্গলবার (৯ জুন) দেশে ফের নতুন সর্বোচ্চ রেকর্ড ৪৫ জনের ‍মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে একদিনে  সর্বোচ্চ ৩১৭১জন।

এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ৯৭৫ জনের এবং শনাক্ত হলো ৭১ হাজার ৬৫৭ জন। এছাড়া আজকের মৃতদের মধ্যে ৩৩জন পুরুষ এবং ১২জন নারী।

  • এছাড়া আজকে সুস্থ হয়েছে ৭৭৭জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬জন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, আইইডিসিআর এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজকেও ৫৩টি ল্যাবের তথ্য উপস্থাপন করা হয়েছে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা জানান। নতুন যুক্ত হয়েছে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৯১টি।

এছাড়াও গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছে ৫৫৭জন, ছাড় পেয়েছে ২১৬জন। এ নিয়ে মোট আইসোলেশনে গেছে ১১৮৭১জন এবং মোট ছাড় পেয়েছে ৪৫৩৫জন।

প্রসঙ্গ : বাংলাদেশে গত ৮ ই মার্চ করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে চার লাখের বেশি। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। আজ ৯ জুন দুপুর ২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজারেরও বেশি। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই প্রায় ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি। এরইমধ্যে উঠে গেছে লকডাউন। স্বাস্থ্যবিভাগ থেকে বারবার সতর্কবার্তা এবং নাগরিকদের সচেতনতার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ মে রোববার স্মরণকালের সর্বোচ্চ ৪০জনের মৃত্যু ২৫৪৫জন শনাক্তের রেকর্ড হয় দেশে। এরপর প্রতিদিনই ৩০ এর উপরে উঠানামা করছে মৃতের সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে সর্বশেষ গত রোববার (৭ জুন) আবারো মৃতের সংখ্যা নতুন সর্বোচ্চ ৪২জনের রেকর্ড হয় দেশে। এরপর সোমবারও (৮ জুন) দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়।

/এসএস

মন্তব্য করুন