জুমার নামাজে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

বগুড়া প্রতিনিধি :  জুমার নামাজ পড়তে যাওয়ার পথে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ মিস্টারকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মসজিদের সামনে কুড়াল দিয়ে কুপিয়ে মিস্টারকে আহত করে ফেলে যায় একদল দুর্বৃত্তরা।

এ বিষয়ে বগুড়া সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবু হানিফ শহরের শাকপালা এলাকার আরমান প্রামাণিকের ছেলে। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘আজ দুপুরে আবু হানিফ বায়তুর রহমান জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। সেখানে মসজিদের গেইটেই তাঁকে কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ধরে। এ সময় তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।’

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টায় তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন