

মহামারী করোনাভাইরাসে আজ শুক্রবার (৫ জুন) দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ২৮২৮জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ৮১১ জনের এবং শনাক্ত হলো ৬০ হাজার ৩৯১জন। মৃতদের মধ্যে ২৩জন পুরুষ এবং ৭জন নারী।
এরমধ্যে হাসপাতালে মারা গেছে ১৭জন এবং বাড়িতে মারা গেছে ১৩জন। এছাড়াও এদিন সুস্থ হয়েছেন ৬৪৩জন। এনিয়ে মোট সুস্থ হলো ১২৮০৪জন।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, আইইডিসিআর এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।
এছাড়াও গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছে ৩৬৫জন, ছাড় পেয়েছে ১৭৩জন। এ নিয়ে মোট আইসোলেশনে গেছে ৬৯৪৬জন এবং মোট ছাড় পেয়েছে ৩৮৪৭জন।
এদিকে আজকেও ৫০টি ল্যাবের তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, আজ নতুন করে কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরীক্ষায় যুক্ত হলেও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবটি যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ হয়েছে।
এর আগে জামালপুর এসকে হাসপাতালের পরীক্ষার মেশিনে সাময়িক ত্রুটির কারণে বন্ধ হয়েছে। এরছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাব স্থায়ীভাবে বন্ধ হয়েছে।
প্রসঙ্গ : বাংলাদেশে গত ৮ ই মার্চ করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে প্রায় চার লাখ। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। আজ ৫ জুন দুপুর ২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজারেরও বেশি। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই প্রায় ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে।
বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি। এরইমধ্যে উঠে গেছে লকডাউন। স্বাস্থ্যবিভাগ থেকে বারবার সতর্কবার্তা এবং নাগরিকদের সচেতনতার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ছিলো ২২জন। পরেরদিন বৃহস্পতিবার রেকর্ড সর্বোচ্চ আক্রান্ত হয়। এরপর গত শুক্রবার ফের নতুন করে আক্রান্ত ও মৃতের সর্বোচ্চ রেকর্ড হলো। সেটা ভেঙে শনিবার হয় সর্বোচ্চ ২৮জনের মৃত্যুর নতুন সর্বোচ্চ রেকর্ড। সব ছাপিয়ে গত রোববার স্মরণকালের নতুন সর্বোচ্চ ৪০জনের মৃত্যু ২৫৪৫জন শনাক্তের রেকর্ড হয় দেশে। এরপর প্রতিদিনই ৩০ এর উপরে উঠানামা করছে মৃতের সংখ্যা
/এসএস