লিবিয়ায় আরো ১৯ বাংলাদেশির ওপর নির্যাতন চলছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

কয়েকদিন আগেই লিবিয়ায় এক মানবপাচারকারী পরিবারের সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ১১ জন বাংলাদেশি। এবার সেখানে আরো ১৯ বাংলাদেশিকে আটকে রেখে মানবপাচারকারীরা নির্যাতন চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

লিবিয়ার বাংলাদেশি রাষ্ট্রদূতের বরাত দিয়ে গতকাল বুধবার সন্ধ্যার পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আরো ১৯ জন বাংলাদেশি অভিবাসীকে অন্য একটি মাজরাতে আটক করে রেখেছে মানবপাচারকারীরা। মুক্তিপণের জন্য তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। তবে তাদের কারোরই পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

তিনি বলেন, লিবিয়ায় আরো অনেক বাংলাদেশি আটক থাকতে পারে। তবে আপাতত এই ১৯ জনের কথাই জানা গেছে। এ ব্যাপারে সেখানকার একজন বাংলাদেশি দূতাবাসকে জানায় যে, রাজধানী ত্রিপলী থেকে ১৪৫ কিলোমিটার দূরে একটি মাজরাতে তাদের আটক করে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে আটক বাংলাদেশিদের পরিবারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মুক্তিপণের জন্য পাচারকারীরা নিশ্চয়ই আটককৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। এখন যদি পরিবারগুলো তথ্য দিয়ে সহায়তা না করে তাহলে কারা এসব মানবপাচারে জড়িত সেসব কিছুই জানতে পারব না।

ড. এ কে আবদুল মোমেন বলেন, এর আগে যে ৩৮ জন আটক ছিল তাদের পরিবারের কাছেও মানবপাচারকারীরা ফোন করে মুক্তিপণ চাইতো। তারা যদি সেসব বিষয়ে পুলিশকে জানাতো তাহলে হয়তো এই মানুষগুলোকে মরতে হতো না।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন