শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন গুতেরেস

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

আন্তর্জাতিক ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব শুক্রবার রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান’।

প্রতিবছর ২৯ মে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ পালন হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের কাতারে।

‘শান্তি রক্ষায় নারী- আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে।

অন্যান্য বছর দিবসটি উপলক্ষে ঢাকায় আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এই দিবস এসেছে, যখন রোগ সংক্রমণ রোধে সব ধরনের জনসমাগমের কর্মসূচি এড়িয়ে যাওয়া হচ্ছে। এজন্য এ বছর কোনো আয়োজন হয়নি।

/এসএস

মন্তব্য করুন