

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি: অনুষদের দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদ ছাত্র সমিতি। এ সময় অনুষদের ২৩ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পশুপালন অনুষদ ছাত্রসমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নাঈম জানান, ছাত্রপ্রতিনিদের মাধ্যমে তালিকা করে পশুপালন অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে আমরা সাহায্য করেছি যাতে কারো আত্মসম্মানের বিন্দুমাত্র অবক্ষয় না হয়। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আমরা এ আর্থিক সহায়তা প্রেরণ করি।
বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন, বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী সোসাইটি, অনুষদের শিক্ষকবৃন্দ, সাবেক গ্রাজুয়েটগন ও পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. নুরুল ইসলাম ওই আর্থিক অনুদান প্রদানে সহায়তা করেছেন বলেও জানানো হয়।
/এসএস