

মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপর প্রতিনিয়ত বেড়েই চলছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা এবং বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে মৃত ৩ জনের সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া এদিন সারাদেশে নতুন আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। আর সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৫০৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সর্বশেষ আজ মঙ্গলবার পর্যন্ত রাজধানী ঢাকাতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সর্বমোট সংখ্যা দাড়িয়েছে ৩০০৭ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৭৭ জন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৭৬ জন।
রাজধানী ঢাকা শহরের এমন কোনো পাড়া বা মহল্লা নেই যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই। এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে আজ আইইডিসিআর এর ওয়েব সাইটে। এক নজরে দেখে নিন রাজধানী ঢাকাতে কোভিড-১৯ আক্রান্তের চিত্র:-
২৮ এপ্রিল ২০২০ পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ আক্রান্তের চিত্র:
- আব্দুল্লাহপুর-১
আদাবর-৭
আগারগাঁও-১১
আমিনবাজার-২
আমলাপাড়া-২
আরমানিটোলা-২
আশকোনা-১
আজিমপুর-১৮
বাবুবাজার-১১
বাড্ডা-২২
বেইলিরোড-৪
বারিধারা-৭
বনশ্রী-১
বনানী-৯
বাংলা মোটর-২
বংশাল-৪৯
বানিয়ানগর-১
বাসাবো-২৪
বিজয়নগর-১
বসুন্ধরা-৮
বেগুণবাড়ি-১
বেগমবাজার-১
বেড়িবাঁধ-১
বকশিবাজার-৫
বসিলা-১
বুয়েট এলাকা-১
ক্যান্টনমেন্ট-৭
সেন্ট্রালরোড-২
চানখারপুল-২৭
চকবাজার-৩২
দনিয়া-১
দক্ষিণখান-১
ঢাকেশ্বরী-১
ডেমরা-৯
ধানমণ্ডি-৩৭
ধোলাইখাল-২
দয়াগঞ্জ-২
এলিফ্যান্ট রোড-৫
ইস্কাটন-৯
ফরিদাবাগ-১
ফকিরাপুল-২
ফার্মগেট-৫
গেণ্ডারিয়া-৩২
গোলারটেক-১
গোড়ান-৩
গণক্টুলি-৩
গোপীবাগ-১১
গ্রিনরোড-১২
গুলিস্তান-৭
গুলশান-২৪
হাতিরঝিল-৩
হাতিরপুল-৩
হাজারীবাগ-২৭
ইব্রাহীমপুর-২
ইসলামবাগ-২
ইসলামপুর-২
জেলগেট-২
যাত্রাবাড়ী-৭০
জিগাতলা-৬
জুরাইন-২২
কল্যাণপুর-৬
কলাবাগান-৬
কাকরাইল-৪৭
কাঁঠালবাগান-১
কমলাপুর-২
কামরাঙ্গীরচর-১৬
কাজীপাড়া-৮
কারওয়ানবাজার-৫
করাতিটোলা-১
কচুখেত-১
খিলাগাঁও-২৬
খিলখেত-৩
কলতাবাজার-১
কদমতলী-৫
কোতোয়ালি-৯
কুড়িল-২
লালবাগ-৬৭
লক্ষীবাজার-১০
মাদারটেক-২
মালিটোলা-৪
মালিবাগ-৩০
মান্ডা-১
মানিকনগর-২
মানিকদি-১
মাতুয়াইল-৪
মেরাদিয়া-২
মীরহাজারিবাগ-৩
মিরপুর১-২৯
মিরপুর ২-২
মিরপুর৬-৬
মিরপুর১০-১৪
মিরপুর১১-২৮
মিরপুর১২-১৬
মিরপুর১৩-৩
মিরপুর১৪-৩৭
মিটফোর্ড-৩৮
মগবাজার-৩৫
মনিপুর-১
মহাখালী-৫৪
মোহনপুর-১
মোহাম্মদপুর-৬১
মতিঝিল-২
মুগদা-৪৩
নবাবপুর-১
নাজিরাবাজার-৯
নবাবগঞ্জ-৪
নারিন্দা-১১
নীলক্ষেত-৩
নাখালপাড়া-৯
নয়াবাজার-৭
নীমতলী-৪
নিকুঞ্জ-১
পল্লবী-২
পীরেরবাগ-৩
পোস্তগোলা-৫
পুরানা পল্টন-২৭
রাজারবাগ-১১৯
রামপুরা-১৬
রমনা-৯
রায়েরবাগ-২
রাজা বাজার-২
রসুলপুর-১
রূপগঞ্জ-১
রায়েরবাজার-৪
সবুজবাগ-৭
সদরঘাট-৩
শাজাহানপুর-১০
সায়েদাবাদ-৪
সেগুনবাগিচা-৪
সায়েন্সল্যাব-১
শাহআলীবাগ-২
শাহবাগ-৩৬
শাখারিবাজার-২৮
শান্তিবাগ-৫
শ্যামপুর-১
শান্তিনগর-১৪
শ্যামলী- ১২
শেওড়াপাড়া-৪
শেখেরটেক-১
সোয়ারিঘাট-৩
সিদ্ধেশ্বরী-৪
শনিরআখড়া-৬
স্বামীবাগ-৩১
শের-ই-বাংলা নগর-৬
সূত্রাপুর-১৬
তাঁতিবাজার-৩
টিকাটুলি-১৪
তেজকুনিপাড়া-২
তেজগাঁও-৪৪
তুরাগ-১
তেজতুড়ি বাজার-৪
টঙ্গি-৯
টোলারবাগ-১৯
উর্দুরোড-১
উত্তরা-৪৬
ভাটারা-২
ওয়ারি-৩৭
সূত্র : আইইডিসিআর