করোনা মোকাবেলায় ভারতীয় সেনার কোন প্রয়োজন নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

করোনা প্রতিরক্ষায় বাংলাদেশে ভারতের বিশেষ টিম পাঠানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়। বাংলা‌দে‌শে ক‌রোনা মোকা‌বিলায় ভারতীয় সেনা টি‌মের কোনো প্র‌য়োজন নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জানা যায় – বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র‌্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে এ দলটির সদস্য পাঠাবে ভারত।

করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব দল পাঠানো হবে বলে ভার‌তের রা‌ষ্ট্রীয় বার্তা সংস্থা পি‌টিআই‌’র বরা‌তে খবর প্রকাশ ক‌রেছে দ্যা প্রিন্ট এবং টাইমস অব ইন্ডিয়ায়।

ত‌বে বাংলা‌দে‌শে ক‌রোনা মোকা‌বিলায় ভারতীয় সেনা টি‌মের কোনো প্র‌য়োজন নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একটি জাতীয় ইংরেজি দৈনিককে তি‌নি ব‌লেন, এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কু‌য়ে‌তে বাং‌লাদেশ সেনাবা‌হিনী টিম পা‌ঠি‌য়ে‌ছে।

ভারতীয় সংবাদ মাধ্য‌মে প্রকা‌শিত খব‌রের প্র‌তি‌ক্রিয়ায় ‌তি‌নি আরো ব‌লেন, বাংলা‌দেশ মালদ্বীপ, ভুটান এবং চী‌নের প্র‌তি সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলা‌দে‌শে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশ‌টি আনুষ্ঠা‌নিকভা‌বে কিছু জানায়নি ব‌লে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়ে‌ছে। তারপ‌রেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবর‌টি প্রকাশ করায় বিষ‌টি‌কে গুরু‌ত্বে স‌ঙ্গেই দেখ‌ছে কূট‌নৈ‌তিক মহল।

গত মার্চ মাসে করোনাভাইরাস টেস্ট সেন্টার তৈরি ও স্থানীয় চিকিৎসকদের ভাইরাসের মোকাবিলায় প্রশিক্ষণ দেয়ার জন্য নেপালে ১৪ সদস্যের দল পাঠিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এছাড়া কুয়েতেও ১৫ সদস্যের দল পাঠিয়েছে তারা। ইতোমধ্যে ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রক্সিক্লরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করা হয়েছে।

ভারতের সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি দল করোনা ভাইরাসের টেস্ট ল্যাবরেটরি স্থাপন এবং স্বাস্থ্যকর্মিদের করোনা বিরোধী যুদ্ধে প্রশিক্ষণ দিতে মলদ্বীপ গিয়েছিল। চলতি মাসের গোড়ায় দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি দলকে কুয়েতে পাঠানো হয়।

বন্ধু দেশগুলোর প্রতি পররাষ্ট্রনীতি অনুযায়ী ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এইসব দেশগুলোতে করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করবে ভারতীয় সেনার এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম।

মন্তব্য করুন