

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। পহেলা বৈশাখের এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান করি। সকলের জীবন ভরে উঠুকে আনন্দে বিশুদ্ধতায়। সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’
মন্ত্রী বলেন, ‘আজ এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।
আরআর/পাবলিক ভয়েস