

পাবলিক ভয়েস: করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত ডাক্তার নার্স, পুলিশ, আর্মি, আইনশৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ দিয়ে করোনাযুদ্ধে সর্বাত্বক সহযোগিতা ও দেশবাসীর সেবা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে অনলাইন বুলেটিন ব্রিফিংয়ে করোনাভাইরাসের চিকিৎসায় আরো বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা কথা জানিয়ে বলেন, বেশ কয়েকটি হাসপাতালপ্রস্তুত করার ব্যবস্থা হয়েছে। এরমধ্যে মুগদা, পঙ্গু হাসপাতালের পুরনো অংশ, ঢাকা মেডিকেলের পুরনো অংশ এবং বিএসএমএমইউ এর একটি ভবন রয়েছে।
এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। উনারা দেশবাসীর সেবায় বেশ কয়েকটি হাসপাতাল দিতে চেয়েছেন কভিড চিকিৎসায়। এরমধ্যে সাহাবুদ্দিন হাসপাতাল, আনোয়ার খান মডার্ণ হাসপাতাল রয়েছে। এছাড়াও আরো যেসব হাসপাতাল আছে সবগুলো ভালো হাসাপাতাল। আমরা সবগুলোকে প্রস্তুত করে নিবো।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা তারই নির্দেশনায় কাজ করছি।
এসময় মন্ত্রী লকডাউন মেনে চলরা আহ্বান জানিয়ে বলেন, এখনো আমাদের অনেকেই লকডাউনে বাজারে জটলা পাকাচ্ছেন। আমাদেরকে এটা এড়াতে হবে। করোনাভাইরাসের মূল অস্ত্র হলো ঘরে থাকা, পরীক্ষা করা। যারা সংক্রমিত হয়েছে তাদেরকে আইসোলেশনে রাখতে, আলাদা রাখতে হবে যাতে অন্য কেউ আক্রান্ত না হয়। এজন্য আলাদা থাকে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
ইউরোপ আমেরিকায় হাজার হাজার লোক মারা যাচ্ছে। বাংলদেশ তার তুলনায় অনেক ভালো আছে। আমরা এই ভালোটা রাখতে চাই। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে।
প্রশাসন আর্মি, পুলিশকে ধন্যবাদ জানান। লকডাউন আরো কার্যাকর করতে তাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানানা। কুয়েতমৈত্রি, কুর্মিটোলাসহ যতো হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা কভিড রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেবা অব্যহত রাখার আহ্বান জানান মন্ত্রী জাহিদ মালেক।
/এসএস