আ.লীগে দ্বিধা-বিভক্তি সংলাপ নিয়ে

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯
এইচ টি ইমাম-ওবায়দুল কাদের

পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর রাজনীতির মাঠে গুঞ্জন আবারো দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত রোববার দলের এক যৌথসভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তার একদিন পরেই বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন- সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।

গত রোববার( ১৪ জানুয়ারি) ওবায়দুল কাদের বলেন, ‘যাদের সঙ্গে সংলাপ হয়েছে, তাদেরকে তিনি আবার ডাকবেন, আমন্ত্রণ করবেন’। তার একদিন পরেই সুর পালটে ওবায়দুল কাদের বলেন, ‘এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোন প্রশ্নই আসে না। দলগুলোকে তিনি শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানাতে চান।’

গতকাল মঙ্গলবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম জানান, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী। এইচ টি ইমাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আবার বলেছেন উনি আরেকটি সংলাপ করেছেন। সে সংলাপে তিনি আগের যারা সংলাপ করবেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন।’

এর কিছুক্ষণ পরেই মহানগর উত্তর আ.লীগ আয়োজিত এক বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সাংবাদিকদের মনগড়া।

মন্তব্য করুন