তাবলীগ সংকট; শেষ চেষ্টা হিসেবে দেওবন্দ যাচ্ছেন যারা

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট : গড়াতে গড়াতে জল অনেক দু্র গড়িয়েছে। পানি গড়িয়ে সমুদ্র হয়েছে। তাবলীগের বিবাদ এখন মুখে মুখে। নাস্তিক এবং মুসলমান সবাই জানে এই ঝগড়ার কথা। ইজতেমার মাঠে রক্ত ঝড়ানো থেকে শুরু করে এমন কিছু নাই যা হয়নি তাবলীগে। এই সমস্যার কারণে এদেশে বিশ্ব ইজতেমাও হচ্ছে না।

সমস্যার সমাধানকল্পে বাংলাদেশ থেকে টিম যাচ্ছে দারুল উলুম দেওবন্দে। যাদের হাত ধরে আসতে পারে কোন ভালো সিদ্ধান্ত। বন্ধ হতে পারে তাবলীগের এই মারামারি। তবে এই আশার আলো কতটুকু আলো হয়ে ফুটবে তা জানা যাবে তাদের ফেরার পরই।

ধর্ম মন্ত্রনালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে যে কোন দিন উপযুক্ত সুজোগমত নির্দিষ্ট টিম যাবে দারুল উলুম দেওবন্দে।

যাদেরকে নির্বাচিত করা হয়েছে দেওবন্দ যাওয়ার বিষয়ে তারা হলেন,

১) আনিসুর রহমান, ধর্মমন্ত্রনালয়ের সেক্রেটারি।
২) মনিরুজ্জামান, এডিশনাল ডিআইজি।
৩) আল্লামা মাহমুদুল হাসান, মুহতামিম, যাত্রাবাড়ি মাদরাসা।
৪) মাও. ফরিদ উদ্দিন মাসউদ, ইমাম শোলাকিয়া জামে মসজিদ।
৫) রবিউল হক, আহলে শুরা তাবলীগ জামায়াত।
৬) আশারাফ আলী, মুকিম কাকরাইল মসজিদ।
৭) মাহফুজুল হক। মুহতামিম, জামিয়া রাহমানিয়া যাত্রাবাড়ি।
৮) সাদরুদ্দীন মাকনুন, প্রিন্সিপ্যাল ইকরা মাদরাসা।
৯) ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, তাবলীগ জামাত।

এই টিম একত্রে দেওবন্দ যাবেন এবং তাবলীগ বিষয়ক সমাধান আনবেন। তারা ফিরলেই জানা যাবে এদেশে তাবলীগের ভবিষ্যত কী হবে। ধর্ম মন্ত্রনালয় থেকে বলা হয়েছে, তাবলীগ বিষয়ক সমস্যা সমাধানের প্রচেষ্টায় এটাই শেষ চেষ্টা।

মন্তব্য করুন