‘তেঁতুলের জবাব’ শিরোনামে সংগীত গাইলেন আবু সুফিয়ান

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট: আল্লামা আহমদ শফীকে নিয়ে “তেঁতুলের জবাব” শিরোনামে সংগীত গাইলেন ইসলামি সংগীত শিল্পী আবু সুফিয়ান। এই সংগীতে তিনি আল্লামা শফীকে নিয়ে তৈরি হওয়া বর্তমান বিতর্কের জবাব দিয়েছেন।

তবে সংগীতের শিরোনাম “তেঁতুলের জবাব” হওয়ায় অনেকে বিরূপ মন্তব্য করেছেন। এ ধরনের শিরোনাম যথাযোগ্য নয় বলেই মতামত দিয়েছেন অনেকে।

তবে এ বিষয়ে আবু সুফিয়ানের বক্তব্য হলো, তেঁতুল নিয়ে অনেকে ‘আল্লামা শফী’কে বিতর্কিত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তারা বলে শফী সাহেবে নাকি নারীবিদ্বেষী। এমনকি তারা তাকে নারী শিক্ষাবিরোধী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা এসব কথার জবাব দিতে চেষ্টা করেছি আমাদের এই গানে।

তারপরও ‘তেতুলের জবাব’ শিরোনাম হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, আল্লামা শফীকে তেঁতুল বলে যে অপমান করা হয় আমরা সেটার জবাব দিতে চেয়েছি।

এই সঙ্গীতে তার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন তার সংগঠনের শিল্পীরা।

আরও পড়ুন: ড. কামাল নিয়ে সঙ্গীত গাইলেন আবু সুফিয়ান

মন্তব্য করুন