সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাবলিক ভয়েস : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আ.লীগ প্রতিটি জেলায় নির্যাতন, নৈরাজ্য সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যশোর যুবদল কর্মী ফয়সালকে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে।

তিনি বলেন, আ.লীগ ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং- কৌশল করেছিলো তা জাতির সামনে উঠে এসেছে। তাদের লজ্জা নেই, শরম নেই। সারাদেশের কোনো লোকের মুখে কোনো হাসি নেই, কারো মুখেই হাসি দেখি না, নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট।

‘ক্ষমতা কি ভয়ঙ্কর! মানুষকে আর মানুষ মনে হয় না। তারা এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে না।’

মন্তব্য করুন