লোকপ্রশাসন বিভাগের পরিধি অনেক বড় : ইবি উপ-উপাচার্য

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে লোকপ্রশাসন দিবস উপলক্ষ্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, “লোকপ্রশাসন বিভাগের পরিধি অনেক বড়।

এসময় তিনি আরও বলেন, “তোমরা নিশ্চয়ই জানো আজকে যারা দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা হলেন আমলা। আমলা তথা ক্যাডারস তৈরি করবার জন্য লোকপ্রশাসন বিভাগের বিকল্প আর কোন বিভাগ নেই। তোমরা তেমনি ভাবে একজন দক্ষ আমলা হতে পারো, তেমনি ভাবে অন্য পেশায় তোমরা দক্ষতার পরিচয় দেখাতে পারো। কারণ তোমরা জানো কিভাবে সবকিছুর সমন্বয় করতে হয়। তোমাদের পাঠ্যক্রমে এসব বিষয়ে আলোচনা হয়। এজন্য তোমরা শুধু দক্ষ স্নাতক হিসেবেই নয় তোমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে ।

মঙ্গলবার(৪ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, লোকপ্রশাসন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. সেলিম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী,সহযোগী অধ্যাপক এস এম শফিকুল আলম সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

দিবসটি উদযাপন উপলক্ষ্যেৃ এর আগে বেলা ১০টায় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সাবেক কৃতি ছাত্র বর্তমানে বিভাগের ৩ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়। এবং ৪র্থ বর্ষ ও এমএসএস চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারীকে চেয়ারম্যান এওয়ার্ড দেওয়া হয়।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন