
ছবি: গোলাম রাব্বি

আমি মীর জাফর নয়
মাহদী হাসান রিয়াদ
এদেশে কেন ভয় পাবো
এ তো মোর জন্মস্থান
আমি তো দামাল ছেলে
বাংলা মায়ের সন্তান।
ভাড়াটিয়া ভীনদেশী নয়
আমি বাংলার নওজোয়ান
নয় রে কভু মীর জাফর আমি
স্বদেশের পালোয়ান।
দেশের তরে যুদ্ধ করে
রাখবো যে বাজি মোর প্রাণ
নয় রে কভু রাজাকার কণ্ঠে
মোর বিদ্রোহী স্লোগান।
লাল-সবুজের পতাকা
পেয়েছে মোর হৃদয়ে স্থান
ফের যুদ্ধ করবো
আমি রাখতে মোর দেশের মান।