

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী ‘প্রত্যাবর্তন ২০২০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি গত ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের পূর্ব পাশে রোটার্যাক্ট ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব।
অনুষ্ঠানের ২য় দিন ১৫ ফেব্রুয়ারি দুপুরে এক্স রোটার্যাক্টর মৃদুল কুমার চাকি চঞ্চলের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য ক্লাবের গেস্ট রোটার্যাক্টররা উপস্থিত ছিলেন।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন ‘রোটার্যাক্ট ক্লাব সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করে কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছি’।
রাজশাহী ইউনিভার্সিটির রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সজল বলেন, ‘সমাজে যাদের সত্যিকারের ভালবাসা প্রয়োজন, সেইসব সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ভালবাসা ছড়িয়ে দিতেই রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে’।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রিন্টিং এন্ড পাবলিকেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ, ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ আবু বকর সিদ্দিক রুপম প্রমুখ।
/এসএস