আর কখনও হারবে না আ.লীগ: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস : আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আ.লীগ আর কখনও হারবে না, যদি দলকে সুসংহত করা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ আ.লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।

এসময় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এতোটা ঐক্যবদ্ধ ছিলাম বিজয় নয় মহাবিজয় অর্জন করেছি। এ বিজয়কে সংহত করতে চাইলে আগে দল গোছাতে হবে। আমি জানি এ সমস্যা মহানগরেই আছে, সারাদেশেই আছে। এ দুর্বলতা এড়াতে পারলে আ.লীগ আর কখনও হারবে না।

তিনি বলেন, ভবিষ্যৎ বিজয় যদি চান, তাহলে দলকে সুসংহত করেন। আমাদের মাঝে সমস্যা আছে আমরা জানি। এ সমস্যা অতিক্রম করতে হবে। এ সমস্যার সমাধান এ নেতারাই করতে পারবে, নতুন কাউকে লাগবে না।

হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে জানান তিনি।

মন্তব্য করুন