সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বরাষ্ট্রমস্ত্রী

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা ও দেশীয় সম্পদ রক্ষায় গূরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কোস্টগার্ড অত্যান্ত দক্ষতার সাথে কাজ করছে। এ বাহিনীকে আরো শক্তিশালী করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার দুপুরে আগারগাঁও-এ কোস্টগার্ডের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আাসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

অনুষ্ঠানে কোস্টগার্ডের ২০ সদস্যকে পদক প্রদান করেন মন্ত্রী। এসময় বিশেয়ায়িত এ বাহিনীর আধুনিকায়নে সরকার আরো বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

/এসএস

মন্তব্য করুন