 
                                       
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মোমবাতি মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনের সপ্তম দিনে ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এদিকে রাতেও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। স্লোগানে ও মিছিলে কাঁপছে পুরো বিশ্ববিদ্যালয়। দাবি না মানা পর্যন্ত সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত,গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি-এর এক সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই দিন রাতেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বর্তমানে ওই বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৪১৩।
 
		
