মশানিধনে আগাম প্রস্তুতি নিতে সাঈদ খোকনের প্রতি তাপসের আহ্বান

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন (ডিএসসিসি)-এর মেয়র সাঈদ খোকনকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, বর্তমান মেয়রকে আমি অনুরোধ করবো, এখন থেকেই যেন তিনি মশকনিধনের কার্যক্রম গ্রহণ করেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই আহ্বান জানান।

ব্যারিস্টার তাপস বলেন, আগামী মে মাস পর্যন্ত বর্তমান মেয়রের সময় আছে। মে মাসে হয়তো দায়িত্ব নেবো। নির্বাচনে ঢাকাবাসীর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার আলোকেই আমরা কাজগুলো বাস্তবায়ন করার পরিকল্পনা করছি।

ঢাকা সিটিতে বড় সমস্যা মশা উল্লেখ করে তাপস বলেন, ‘জুন মাসে মশার প্রকোপ বাড়ে। আমি চাই, গতবারের মতে এবার যেন মশার প্রকোপ না বাড়ে। সেজন্য আগে থেকেই তিনি কার্যক্রম হাতে নিতে চান বলেও উল্লেখ করেন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন