সাংবাদিক সুমনের ওপর হামলা; ৪ আসামি রিমান্ডে

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলা মামলার ৪ আসামির প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।রিমান্ড পাওয়া আসামিরা হলো—জহিরুল ইসলাম ওরফে অপু (২৬), রাসেল হাওলাদার (৩৫), মো. মাসুদ (১৮) ও মো. আলাউদ্দিন (২১)।

রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একজন কাউন্সিলর প্রার্থীর সশস্ত্র কর্মী-সমর্থকদের মহড়ার ছবি তোলেন সাংবাদিক সুমন। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এরপর ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে ইসমাইল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আরও চারজনকে গ্রেফতার করা হয়।

আই.এ/

মন্তব্য করুন