মাহমুদ মাদানীর নিখোঁজের পোস্টার ছড়িয়ে দিয়ে প্রতিবাদ দেওবন্দ এলাকায়

চলছে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

ভারতজুড়ে চলছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নতুন বিল সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ। দেশজুড়ে বিক্ষোভের ধারাবাহিকতায় পূণ্যভূমি দেওবন্দেও চলছে মুসলিম নারীদের লাগাতার অনশন।

এবার নিখোঁজ ব্যাক্তির সন্ধান দিন’ শিরোনামে শত শত পোস্টারে ছেঁয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকার ওলি-গলি। সেখানে বড় বড় অক্ষরে লেখা নিখোঁজ ব্যাক্তির সন্ধান, নিচে মাওলানা মাহমুদ মাদানীর ছবি! সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এ পোস্টার।

জানা গেছে, শুরু থেকেই এ বিষয়ে নিরব থাকায় জমিয়তে উলামায়ে হিন্দ একাংশের সেক্রেটারী জেনারেল মাওলানা মাহমুদ মাদানী এ বিষয়ে নিরব থাকায়, তিনি নিখোঁজ রয়েছেন বলে পোস্টারে ছেঁয়ে গেছে দেওবন্দ এলাকা। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ হওয়ার পরে বিলের বিরুদ্ধে দু’একটি সভা-সমাবেশে তাকে বক্তব্য দিতে দেখা গেলেও ইদানিংকালে নিজেকে আত্নগোপনে রেখেছেন বলে অভিযোগ করছে সাধারণ মুসলিমরা। তার এই আত্নগোপনের সহ্য করতে পেরেই অভিনব এ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।

পুরো ভারতজুড়ে ভাইরাল সেই পোস্টারটি নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য। অনেকেরই প্রশ্ন, মাওলানা মাহমুদ মাদানী কোথায়? তবে এ নিয়ে জমিয়তের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য আসেনি।

এদিকে ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য বিধানসভায় প্রতিনিধি বেছে দিতে ভোট দিতে চলেছেন রাজধানীর প্রায় দেড় কোটি ভোটার।

দিল্লির মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ। এর মধ্যে ৮১ লাখ পুরুষ ও ৬৬ লাখ নারী। পাশাপাশি এই প্রথম ভোট দেবেন ২ কোটি ৩২ লাখ ভোটার। বিধানসভার মোট ৭০টি আসনে এবার ৬৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজ্যের মধ্যে নয়াদিল্লি আসনে সর্বোচ্চ ২৮ জন প্রার্থী মাঠে আছেন। অন্যদিকে প্যাটেল নগর আসনে প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন মাত্র ৪ জন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, দিল্লিতে কংগ্রেস ভোটের রাজনীতিতে থাকলেও এবারের মূল লড়াই হবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে নরেন্দ্র মোদি-অমিত শাহের বিজেপির।

জনমত জরিপে এগিয়ে আছে আম-আদমি পার্টি। প্রায় সব সংস্থার সমীক্ষাতেই তাদের সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলেছে। দলটি ম্যাজিক ফিগার ৩৬-এর বেশি আসন পাবে বলেই অনুমান করা হচ্ছে। যদিও এই সবকটি সমীক্ষাই শেষ হয়েছে জানুয়ারির মাঝামাঝি সময়ে। ফলে তারপর থেকে অনেক ঘটনা ঘটেছে। শাহিনবাগ, জামিয়ার সামনে গুলি চালানো থেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি ‘আতঙ্কবাদী’ বলে দেওয়ার মতো উগ্র মেরুকরণ ঘটেছে দিল্লিতে।

আই.এ/

মন্তব্য করুন