
আব্দুল্লাহ জোবায়ের (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্ত আসামিসহ ৮জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮) ও সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।
মাদক মামলায় আটককৃতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র নাজিরুন ইসলাম(৫৯), মৃত আব্দুল মুন্নাছ পুত্র নজরুল ইসলাম (৪৮), নন্দুলালের পুত্র কাম লাল(৪০) ও ভাসা গোকুলনগর হোসেন আলী ব্যাপারী পুত্র হারুন অর রশিদ।
এছাড়া সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৩৪)। অপর একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনিসিপির নেতাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শাকিল আহম্মেদ (৩৮)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ও পরোয়ানভুক্তসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

