গণভোটসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ)
গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আসরের নামাজের পর জামতলা মসজিদ গেইটের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন জেলা শাখার সহ-সভাপতি ক্বারী মুহিব্বুল হক আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা সুহেল আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি জিলাই মিয়া, আব্দুল গফুর ও মুফতী আব্দুল হাই, পৌর শাখার সভাপতি আলহাজ্ব রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল হাসানসহ আরও অনেকে।
বিক্ষোভে পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুফতি শহীদুল ইসলাম পলাশী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতেই হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তাব তোলার সমালোচনা করে তিনি বলেন, “একই দিনে দুটি নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়; গণভোট অবশ্যই আগে করতে হবে।”
তিনি আরও ঘোষণা দেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি দেওয়া হলে তা সফল করতে সুনামগঞ্জের নেতাকর্মীরা দৃঢ়ভাবে রাজপথে নামবেন।

