এরদোগান নিরাপত্তার আড়ালে ব্যাপক বিশৃঙ্খলা করছে: সেজাই তামিলি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
সেজাই তামিলি, ছবি: আল আরাবিয়া

আব্দুর রহামান: এইচডিপির সহ-চেয়ারম্যান সেজাই তামিলি বলেছেন: দেশের সরকার “নিরাপত্তার আড়ালে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করছে” বলে অভিযোগ করেছেন। তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগানের নেতৃত্বে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি রাতের বেলা প্রধান শহর ও বাজারগুলোর রক্ষীবাহিনীকে অস্ত্রসজ্জিত করার জন্য সংসদে নতুন বিল উত্থাপনের পরে তিনি একথা বলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া।

এদিকে, এই উর্ধ্বতন কর্মকর্তা আল আরবিয়াকে এর এক সাক্ষাতকারে আরো যুক্ত করে বলেন, “ন্যায়বিচার ও উন্নয়ন নীতিগুলি দেশে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করছে এবং গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকার দিয়ে সমাধানের পরিবর্তে ক্ষমতাসীন দল নিরপত্তার নামে সাধারণ রক্ষী বাহিনীর হাতে অস্ত্র দিয়ে নিরাপত্তা প্রদানের চেষ্টা করছে কিন্তু এই নীতিগুলি তুরস্ককে ক্ষতিগ্রস্থ সংকটগুলি সমাধান করবে না, বরং বর্তমান সংকটগুলির সাথে নতুন সমস্যা যুক্ত করবে।”

তিনি আরো বলেন “এই সমস্ত প্রহরীদের বিস্তৃত ক্ষমতা দিয়ে তাদের উপস্থিতি সমাজকে সামরিকীকরণ, স্বাধীনতা দমন ও মানবাধিকার লঙ্ঘনের দিকে পরিচালিত করবে, তাই আমরা এ আইনের বিরোধিতা করছি, কেননা তুরস্ককে আর অতিরিক্ত পুলিশ বাহিনী বা প্রহরীর দরকার নেই।”

উল্লেখ্য, এরদোগান সম্প্রতি নিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনীর প্রয়োজনীয়তা পরিষ্কার করেছেন। তবে তামিলির মতে তুরস্কে এই বাহিনীর দরকার নেই, কারণ দেশটি সুরক্ষা সমস্যায় ভুগছে না। বরং এতে গণতন্ত্র, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার অভাব রয়েছে।

আল আরাবিয়া থেকে আব্দুর রহমানের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন