

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম অফিসে নিম্মোক্ত পদে নিয়োগ দেওয়া হবে।
১. ডেস্ক এডিটর (২ জন) : বিভিন্ন সংবাদ এডিট করা এবং প্রতিবেদকদের পাঠানো সংবাদ ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা থাকতে হবে। ভিন্ন কমপক্ষে দুইটি ভাষা থেকে সংবাদ অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। প্রাথমিক কিছু অপূর্ণতা থাকলেও প্রশিক্ষণ দিয়ে নেওয়া হবে। (বেতন আলোচনা সাপেক্ষে)
২. গ্রাফিক ডিজাইনার (১ জন) পার্টটাইম : সংবাদ পোস্টার বা বিভিন্ন ঘোষণা বিষয়ে ছবি বানাতে হবে এবং এ বিষয়ে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (বেতন আলোচনা সাপেক্ষে)
৩. অফিস সহকারী (১ জন) : অফিস গোছালো রাখা এবং অফিসের সার্বিক কাজ করতে হবে। (বেতন আলোচনা সাপেক্ষে)
সার্বিক যোগাযোগ :
ই-মেইলে যোগাযোগ করতে : news.publicvoice24@gmail.com অথবা hasibrrahman@gmail.com
ফেসবুকে যোগাযোগ করতে পাবলিক ভয়েসের অফিসিয়াল পেজে মেসেজ করুন : facebook.com/publicvoice24.net
মোবাইলে যোগাযোগ করতে : +8801719733288 / 01713485718 (নির্বাহী সম্পাদক)
[বি:দ্র:] প্রতিটি পদের ক্ষেত্রেই অফিসে থাকা খাওয়ার ব্যবস্থাপনা করা যাবে।