
কংগ্রেসের উচ্চক্ষে দলীয় সংখ্যাগরিষ্ঠতার কল্যাণে শেষ রক্ষা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এর আগেও কখনো ট্রাম্পের পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি। এবারও ব্যতিক্রম হয়নি।
প্রত্যাশিত পথে হেঁটে আজ্ঞাবহ সরকারি দলের ভূমিকা পালন করে ট্রাম্পকে অভিশংসনের দুটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সিনেট।
স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। যার ফলাফল ছিলো পূর্বনির্ধারিত ট্রাম্পের অব্যাহতিই।
ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়—ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা প্রদান। এ দুটি অভিযোগে গত ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হাউস ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি। কিন্তু সিনেটের হিসাব ভিন্ন।
এখানে নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। তাঁরা তাঁদের দলীয় প্রেসিডেন্টকে কোনো ধরনের বিচারের সম্মুখীন করতে সম্মত নন। ফলে সিনেটের বিচারে কোনো সাক্ষ্য-প্রমাণের বালাই ছিল না। নামেমাত্র শুনানি হয়েছে। যার ফল এসেছে অভিশংসন থেকে ট্রাম্পকে মুক্তি দেবার মাধ্যমে।
উল্লেখ্য, প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দিতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সিনেটরকে অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় ভোটারদের সমর্থন পেয়ে রক্ষা পেয়েছেন ট্রাম্প।
/এসএস

