
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেছে তারা।
আইআরজিসির মতে, ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের বিরুদ্ধে অনেক বড় ধরনের ষড়যন্ত্র। আর ইসরায়েলের সঙ্গে মিলে মার্কিনিরা এই ষড়যন্ত্র করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, অতীতের মতো ট্রাম্পের এবারের পরিকল্পনাও ব্যর্থ হবে। আর নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।
বিবৃতিতে ফিলিস্তিনকে মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রতি ঘৃণা প্রকাশ এবং এ ব্যাপারে নীরব না থাকার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসি।
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ।
ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের।
আই.এ/

