
বিকেলে উদ্বোধন হবে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’। ভাষার মাসে প্রাণের মেলা বসে প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে হয়ে পুরো মাসজুড়ে। এবার একটু ব্যতিক্রম হয়েছে। ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে মেলা পিছিয়েছে একদিন। একদিন পিছিয়ে আজ রোববার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমীতে বইমেলার উদ্বোধন করবেন।
এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’- এর প্রকাশনা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি প্রকাশিত বইটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
/এসএস

