
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ তালিকায় মধ্য এশিয়ার মুসলিম দেশ কিরগিজস্তানকে রাখা হয়েছে।
মার্কিন এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের এই পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া, বিশকেকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লিউকে আজ শনিবার কিরঘিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাখ্যা দাবি করা হয়। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, কিরগিজস্তান বায়োমেট্রিক পাসপোর্ট চালু করতে ব্যর্থ হওয়ার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া এবং আফ্রিকার ৬টি দেশকে কালো তালিকাভুক্ত করে। দেশগুলো হলো- নাইজেরিয়া, মিয়ানমার, ইরিত্রিয়া, কিরগিজস্তান এবং তানজানিয়া। এসব দেশের নাগরিক আমেরিকা সফরে যেতে পারবেন না।
মার্কিন রাষ্ট্রদূত যে যুক্তি দেখিয়েছেন সে ব্যাপারে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আরও অনেক দেশ আছে যারা বায়োমেট্রিক পাসপোর্ট চালু করেনি। কিন্তু তারা নিষেধাজ্ঞার আওতায় আসেনি।
আই.এ/

