
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সর্বমোট ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৩১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ২৯৭ জন, এক বছরের বেশি বয়সী ১২ জন ও এক বছরের নিচে তিনজন রয়েছে।
ফেরত আসা যাত্রীদের মধ্যে ১০ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে ৮ জন জ্বরের রোগী। এই ৮ জনের মধ্যে আবার তিনজনের গায়ে ১০০ ডিগ্রির ওপর জ্বর রয়েছে। ভর্তিকৃত এক নারীর সঙ্গে অসুস্থ না হয়েও তার স্বামী ও সন্তান হাসপাতালে গেছেন। অবশিষ্ট ৩০২ জনকে রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারান্টাইন অবস্থায় রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।
এমএম/

