ইভিএমে আঙুলের ছাপ মেলেনি সিইসি নূরুল হুদা ও জাফরুল্লাহ’র

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আঙুলের ছাপ মেলেনি। পরে তিনি জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ব্যবহার করে ভোট দিয়েছেন।

এদিকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ভোট দেওয়ার সময় ইভিএমে তার আঙুলের ছাপ মেলেনি। পরে দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তা নিজ ক্ষমতাবলে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এই বিড়ম্বনার শিকার হন জাফরুল্লাহ চৌধুরী।

ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ইভিএম আমাকে চিহ্নিত করতে পারল না। আমার যখন আঙুলের ছাপ মিলল না, তখন আমার ভোট আরেকজন দিয়ে দিতে পারে। সুতরাং যারা ভোট দিতে আসবে না তাদের ভোট তো অন্য কেউ দিয়ে দিতে পারে। ইভিএম মেশিনের আরও আধুনিকায়ন করা দরকার।

তিনি আরও বলেন, ‘অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।’ তিনি সাড়ে ১১টার দিকে উত্তরার আইইএস স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

আই.এ/

মন্তব্য করুন