
সিটি নির্বাচনে দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের ১ নম্বর ওয়ার্ডের আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দায়িত্ব ভোটের ব্যবস্থাপনা করা। আমরা পরিবেশ সৃষ্টি করেছি। কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের।’
বিভিন্ন কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে ইসির পদক্ষেপ জানতে চাইলে সিইসি বলেন, পোলিং এজেন্টরা নিরাপত্তাহীনতা বোধ করলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন।
তারা কেন্দ্রের দায়িত্বে আছে, তারাই ব্যবস্থা নেবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা ভোট বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রাখেন। প্রয়োজনে কোনো পোলিং এজেন্ট কেন্দ্রের বাইরে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে পারেন। তবে এসব না করে কেন্দ্র থেকে বের হয়ে গিয়ে অভিযোগ দিলে পদক্ষেপ নেওয়া কঠিন।
এ দিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে ঢাকা দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
আই.এ/

