
দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজার নামাজে অংশ নিতে কিশোরগঞ্জের জন্য রওয়ানা হয়েছেন হাটহাজারি মাদরাসার মহাপরিচালক এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজার নামাজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এতে আল্লামা আহমদ শফীর ইমামতি করার কথা রয়েছে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন বলে জানা গেছে। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।
এদিকে প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন হাজারও মানুষ। তীব্র শীত উপেক্ষা করে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা কমপ্লেক্সেকে মানুষের লম্বা লাইন দেখা গেছে। বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকসহ উপস্থিত হয়েছেন হাজার হাজার আমজনতা।
এর আগে, গতকাল বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন। তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

