
কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
ধানমণ্ডির শাখার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন।
এর আগে, মঙ্গলবার দুপুর থেকে তাকে রাজধানীর ধানমণ্ডির শাখার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র খাদ্যনালীতে টিউমার হয়েছিল। তিনি কথা বলতে পারছিলেন না। ব্যথায় তার গলা ফুলে গিয়েছিল। কিছুদিন আগে তার ঘাড়ের টিউমারের অপারেশন হয়।
তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মাসে তাকে উন্নত চিকিত্সার জন্য ব্যাংকক পাঠানো হয়। সেখানে চিকিত্সা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু আবারও স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে গত শুক্রবার ঢাকার ধানমণ্ডির শঙ্কর শাখা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে হঠাৎ করে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। তবে এ সংকটাপন্ন অবস্থায় সন্ধ্যার পর একবার তিনি চোখ মেলে তাকিয়েছিলেন।
মৃত্যুর সময় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র বয়স হয়েছিল ৭৪।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

