দেনমোহর হিসেবে ১০০ বই নিলেন নববধূ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

লাখ লাখ টাকা কিংবা জৌলুসময় স্বর্ণ-হীরার অলংকার নয়, বিয়েতে মােহরানা হিসেবে হবুস্বামীর কাছে দাবি রেখেছিলেন ৮০টি বইয়ের।

দাবি পূরণ করেছেন পড়ুয়া তরুণীর স্বামী। শুধু দাবি পূরণ নয়, আরও ২০টি বাড়িয়ে মােহরানা হিসেবে ১০০টি বই দিয়েছেন তিনি।

বিয়ের পর সামাজিক যােগাযােগমাধ্যম ফেসবুকে বিছানায় ছড়ানাে-ছিটানাে বইগুলাের সঙ্গে স্ত্রীর ছবি প্রকাশ করেছেন নববিবাহিত স্বামী।

পােস্টটি ফেসবুকজুড়ে বইপ্রেমীদের ভালােবাসায় সিক্ত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রচলিত প্রথা এড়িয়ে জ্ঞানচর্চা ও সৃষ্টিশীলতার প্রতি ব্যাপক ভালােবাসা দেখিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন ভারতের কেরালা রাজ্যের ইজাজ হাকিম ও আজনা নিজাম দম্পতি। গত ২৯ ডিসেম্বর কেরালার এই মুসলিম দম্পতির বিয়ে হয়।

 আই.এ/

মন্তব্য করুন