নাগরিকত্ব আইনের প্রতিবাদে খোলা চিঠি নাসিরুদ্দিন শাহ-মীরাদের

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে দেশের একাধিক জায়গাতে দেখা গিয়েছিল প্রতিবাদ মিছিল। বিভিন্ন রাজ্যতে এই আইনের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ ক্রমেই জটিল আকার ধারন করেছিল। পরিস্থিতি সঙ্গিন হওয়ার কারণে একাধিক জায়গাতে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা।

দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এই আইনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দেশের সেলেবদের একাংশ। এবার এনআরসি, সিএএর বিরুদ্ধে সামিল হওয়া প্রতিবাদীদের সমর্থনে খোলা চিঠি দিলেন নাসিরুদ্দিন শাহ, মীরা নায়ার, জাভেদ জাফরি, কিরণ দেশাই থেকে শুরু করে বলি দুনিয়ার একাধিক নক্ষত্ররা।

এই আইনের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদের জের প্রতিদিন বেড়েই চলেছে। আর তাতে যোগ দিচ্ছেন দেশের যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশার এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। এমনকি এই আইনের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইকে সমর্থন জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল।

কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে সারা দেশে লাগু হবে এই আইন। ইতিমধ্যেই কেরল, পঞ্জাব ও রাজস্থানে পাশ হয়েছে এই আইন বিরোধী বিল। জানা গিয়েছে আগামী ২৭ তারিখ এই রাজ্যর বিধানসভাতে পাশ হবে এই আইন বিরোধী বিল।

শুরু থেকেই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন একাধিক সেলেব। তাদের মধ্যে নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতার থেকে স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ ছিলেন। প্রতিবাদ জানিয়েছিলেন টলি দুনিয়ার একাধিক স্বনামধন্য ব্যাক্তিরাও।

কিন্তু এই আইনের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি তিনখান সহ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে। একাধিকবার বেশ কয়েকজন বুদ্ধিজীবী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন।

এই আইনের প্রতিবাদে দেওয়া বিবৃতিতে নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে মীরা নায়ার, জাভেদ জাফরি জানিয়েছেন তাদের মধ্যে কেউ অভিনেতা, কেউ বা লেখক, গবেষক রয়েছেন। তাদের কাজের মূল ভিত্তি সাধারণ মানুষের জীবন তাদের লড়াই করে বেঁচে থাকা। তারা তাদের কাজ দিয়ে সাধারণ মানুষকে স্বপ্ন দেখান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি স্বপ্ন তাঁরা দেখাবেন সাধারণকে তা বুঝতে পারছেন না। এই মুহূর্তে সংবিধানকে রক্ষা করতে তাদের সকলের একসঙ্গে প্রতিবাদ করা দরকার।

যে সকল পড়ুয়ারা কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং তাদের গলা তুলে কেন্দ্রকে প্রশ্ন করছেন তাদেরকে সমর্থন জানিয়েছেন তাঁরা। এও জানিয়েছেন তাদের সাহসকে তাঁরা সম্মান করেন। দেশের সার্বভৌমত্ব, সংবিধান রক্ষা করার জন্য এই নীতির বিরুদ্ধে সকলের একসঙ্গে লড়াই করা প্রয়োজন বলেও জানিয়েছেন।

জানানো হয়েছে তাদের প্রতিবাদ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইন্ডিয়ান কালচার ফোরামের ওয়েবসাইট থেকে। এর আগে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে দীপিকা পাডুকোনের হয়েও সমর্থন জানিয়েছিলেন নাসিরুদ্দিন।

জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই কেন এই বিষয় নিয়ে কথা বলছেন না তা বোঝা গিয়েছে। সকলের দীপিকার থেকে শেখা উচিত। আর তারপরে আবারও এ হেন পদক্ষেপের ফলে বিতর্কের কেন্দ্রে নাসিরুদ্দিন।

আই.এ/

মন্তব্য করুন