দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলায় বরাদ্দ ১৮ কোটি টাকা

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও এপিবিএন।

জানা গেছে, ঢাকার দুই সিটি নির্বাচনে পুলিশ, র‌্যাব ও এসবির জন্য সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। ওই চাহিদার বিপরীতে ৮ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা এবং দক্ষিণ সিটিতে ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে আনসার ও ভিডিপি বাহিনী চাহিদা না দিলেও নির্দিষ্ট হার অনুযায়ী ৯ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি।

রোববার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত বরাদ্দ পত্র পাঠিয়েছে ইসি। এছাড়াও মোতায়েনকৃত প্লাটুন অনুযায়ী বরাদ্দ থাকছে বিজিবির জন্য।

উত্তর সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ৮ লাখ ৬ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ২০ লাখ ৬৭ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ ৪৩ হাজার টাকা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য ৫৭ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আর দক্ষিণ সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ১৮ লাখ ২১ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ টাকা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য ৭৪ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এরআগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অগ্রিম উত্তোলনের মঞ্জুরীসহ অর্থ বরাদ্দ চেয়ে চাহিদা জানায় পুলিশ। চাহিদা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা পুলিশের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল। সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চেয়েছিল বাহিনীটি।

জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রসঙ্গত আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আই.এ/

মন্তব্য করুন