 
                                       
নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত দিনের সন্ধানে’ (আদিস) এর এক বছর মেয়াদী সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আদিস চত্বরে কমিটি ঘোষনা করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক মোঃ সামিউল ইসলাম শুভন, সহকারী প্রধান সমন্বয়ক নূর-ই-আলম বাপ্পি।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, নির্বাহী সমন্বয়ক মোঃ শিপন রানা, সহকারী নির্বাহী সমন্বয়ক ইয়াসমিন আক্তার স্বপ্না,
সাংগঠনিক সমন্বয়ক হারুনুর রশীদ, অর্থ সমন্বয়ক নুর আলম, প্রচার ও প্রকাশনা সমন্বয়ক আব্দুর রউফ, দপ্তর সমন্বয়ক মোঃ রায়হান আলী, যোগাযোগ সমন্বয়ক মোঃ মাযহারুল ইসলাম চৌধুরী, আন্তঃবিভাগ সমন্বয়ক শারমিন আক্তার , তথ্য ও যোগাযোগ সমন্বয়ক শাহরিয়ার কবির আবদুল্লাহ , সদস্য সংগ্রহ সমন্বয়ক ভূমিকা গুহ রায়, দাতা সমন্বয়ক রেদওয়ান হাসান রনি।
এছাড়াও কমিটিতে আছেন, মোঃ মেহেদী হাসান, মরিয়ম রহমান সাদিয়া, আয়েশা আক্তার এশা, জান্নাতুল মাওয়া, সনির আহমেদ অভি, সেজুতি চক্রবর্তী।
উল্ল্যেখ্য, ২০১৬ সালের ১১ই জুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন দুর্যোগে মানুষের সাহায্যে কাজ করে আসছে।
/এসএস
 
		
