একুশে বইমেলা শুরু হবে ২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে অমর একুশে বইমেলা পেছালো একদিন। ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’।

আজ রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

তিনি জানান, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে একদিন পিছিয়ে ২ ফেক্রুয়ারি শুরু হবে বইমেলা। ওইদিন বাংলা একাডেমী প্রাঙ্গনে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের দুই সিটির ভোটগ্রহণের কথা ছিলো। কিন্তু সানতন ধর্মবলম্বীদের স্বরস্বতী পূজার কারণে এদিন ভোট গ্রহণ না করতে তারিখ পরিবর্তনের দাবিতে হাইকোর্টে রিট করেছিলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ। পরে আদালত রিট খারিজ করে দিলে আন্দোলনের ঘোষণা করে।

এ নিয়ে বিভিন্ন মগল প্রতিবাদে সরব হয়। বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানায়। আওয়ামী লীগ প্রার্থী শীর্ষ কমান্ড থেকেও তারিখ পরিবর্তন হলে আপত্তি নেই বলে জানায়। এরপর নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার সময় সূচিও পরিবর্তন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

/এসএস

মন্তব্য করুন