
সৌদি আরবে মার্কিন সেনাদের খরচ বাবদ ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি সরকার। নাম গোপন রাখা মার্কিন এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে এই অর্থ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের খরচ বাবদ এরই মধ্যে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব। যদিও যুক্তরাষ্ট্র এখনো সৌদির অর্থ প্রদানের খবরটি নিশ্চিত করেনি।
এ দিকে পেন্টাগনের মুখপাত্র রেবেকা বিবারিচ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক নির্দেশনা অনুযায়ী সৌদি আরবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিতে সৌদি আরবে মোতায়েন মার্কিন সেনাদের ব্যয়ের জন্য সৌদিকে অর্থ যোগানোর কথা বলা হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা, শত্রুতা ও আগ্রাসন থেকে সৌদিকে রক্ষার জন্য দেশটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ সব সেনা মোতায়েনের খরচ সৌদিকেই বহন করতে হবে। রিয়াদ এ খরচ মেটাতে সম্মত হয়েছে উল্লেখ করে রেবেকা আরও জানান, এ খরচ বাবদ প্রথম চালানের অর্থ ওয়াশিংটনকে দিয়েছে রিয়াদ প্রশাসন।
অবশ্য এরই মধ্যে সৌদি আরব মার্কিন সেনাদের খরচ বাবদ ১০০ কোটি ডলার যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা দিয়েছে বলে গত সপ্তাহে দাবি করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা আরও সেনা পাঠাচ্ছে এবং সে জন্য অর্থও দিচ্ছে রিয়াদ।
আই.এ/

