বাকৃবি পশুপালন অনুষদ ছাত্র সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘পশুপালন অনুষদ ছাত্র সমিতি’- দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পশুপালন অনুষদের মুলভবনের সামনে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকা চর গুবুদিয়া, বয়ড়া মধ্যপাড়ার অসহায় ও দুঃস্থ মানুষ এবং বাকৃবির বিভিন্ন অনুষদ, হোটেল ও ডাইনিংয়ে কর্মরত ২০০ জনের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, অধ্যাপক ড. মো. সৈয়দ সাখাওয়াত হোসেন ও সমিতির সহ-সভাপতি ইশতিয়াক আহম্মদ পিহান।

/এসএস

মন্তব্য করুন