
আগামী ৪৮ ঘণ্টায় ধাপে ধাপে কাশ্মীরে ফেরানো হবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। গত সপ্তাহেই, এতদিন সে রাজ্যে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা কেন তা জানতে চেয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। এরপর গতকাল মঙ্গলবার ধাপে ধাপে ব্রডব্যান্ড পরিষেবা ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। খবর এনডিটিভি।
গত ৫ অগাস্ট থেকে জম্মু-কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর সতর্কতা অবলম্বনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ধারা উপত্যকাতে বিশেষ মর্যাদা দিত।
জানা গেছে প্রথমে মধ্য কাশ্মীর। তার ৪৮ ঘণ্টা বাদে উত্তর কাশ্মীর আর সবশেষে দক্ষিণ কাশ্মীরে ফেরানো হবে ব্রডব্যান্ড পরিষেবা। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরাতে সায় দেবেন উপ-রাজ্যপাল।
ইন্টারনেটের মাধ্যমে বাকস্বাধীনতা সংবিধানের ১৯ (১) (এ) ধারাকে সমর্থন করে। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা রুখতে সেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা ওই ধারার পরিপন্থী।
গত সপ্তাহে কেন্দ্রকে ভর্ৎসনা করে স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ব্রিটিশ আমলের ১৪৪ ধারা জারি করে বিরুদ্ধ মত পোষণের স্বাধীনতা খর্ব করার সরকারি পদক্ষেপের সমালোচনা করেছিলেন বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
/এসএস

