পলাতক শীর্ষ দুই ক্যাসিনো কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

ক্যাসিনো মামলায় পলাতক শীর্ষ দুই আসামিকে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্যাসিনো মামলায় পলাতক শীর্ষ দুই আসামিকে বিপুল অর্থসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সিআইডির সদরদফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির সভায় শোভন-রাব্বানীর চেয়েও খারাপ উল্লেখ্য করে যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনই রাজধানীর ইয়াংমেনস ফকিরাপুল ক্লাবে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (পরে বহিষ্কার করা হয়) খালেদ মাহমুদ ভূঁইয়া।

পরে একে একে খালিদ, শামীম, ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিতি পাওয়া যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমান গ্রেফতার হয়।

/এসএস

মন্তব্য করুন